ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১৪:০৪

দশমিনায় রাসেল খান (২৪) নামে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় বহরমপুর ইউনিয়নে বগুড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল খান উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নে বগুড়া গ্রামের জাকির খানের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পরিদর্শক আবীর গোলদার, উপ-সহকারী পরিদর্শক মো. জসিম উদ্দিন, কনস্টেবল মো. কামরুল ইসলাম জুয়েল, মো. মেহেদীসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা বিক্রয়কালে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল ইসলাম মজুমদার জানান, রাসেল খানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ