ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

সৌদিতে যুবককে গলাটিপে হত্যা, বাড়িতে শোকের মাতম

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১২:৫৪
সৌদি আরবে নিহত মো. সাব্বির হোসেন (২৬)। ছবি- আশরাফ আহামেদ

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের হাতে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন। এ খবরে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় ওই ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। সংসারে স্বচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জামান তিনি।

জানা যায়, পাশের কক্ষে থাকা জেলার করিমগঞ্জ উপজেলার অন্য প্রবাসীদের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে কিলঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনার বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যেতে চাচ্ছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে গলাটিপে হত্যা করে। নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

খবরটি তাকে সাব্বিরের সহকর্মী প্রতিবেশি আরেক প্রবাসী ফরিদ মিয়া মোবাইল করে জানান।

এদিকে, সাব্বিরের মৃত্যুর খবরটি পরিবারের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না, বার বার মূর্ছা যাচ্ছেন সবাই। এ খবরে এলাকায় শোকের মাতম চলছে বলেও জানান নিহতের চাচা নজরুল ইসলাম।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ