ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নয়া শতাব্দীর সহ-সম্পাদক আলী হাসানের বাবার ইন্তেকাল

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১২:২৫ | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১৫:৩৪

দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ধর্ম ও ইসলাম পাতার সহ-সম্পাদক আলী হাসান তৈয়বের বাবা তৈয়ব আলী পাইকার (রহ.) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সোমবার (৪ মার্চ) ভোর ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুমের নামাজের জানাজা আজ সোমবার বাদ আছর বগুড়া শহরের মালতীনগর এম এস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। তারপর ভাই পাগলা কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৫ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আলী হাসান তৈয়বের বাবার মৃত্যুতে নয়া শতাব্দী পরিবার গভীরভাবে শোকাহত।

দৈনিক নয়া শতাব্দীর প্রকাশক ওয়ালিউর রহমান, সম্পাদক নাঈম সালেহীন, বার্তা সম্পাদক শফিক বাশারসহ প্রিন্ট ও অনলাইন বিভাগের সব সাংবাদকর্মী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ