ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ২১:৪৭

গাইবান্ধায় ট্রাকচাপায় ফরিদ (২৮) এবং মতিন (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সদরের নশরতপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের একজন ফরিদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি এবং মতিনের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধান বোঝাই একটি ট্রাক সাঘাটা থেকে গাইবান্ধার দিকে আসছিল। পথে দুই যুবক মোটরসাইকেলযোগে সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ