নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ শিকদার (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মার্চ) সকালে বাবুডাঙ্গার চাঁপাইল ব্রীজের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আকাশ শিকদার উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে।
জানা যায়, বালু বোঝাই ট্রাকটি গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রীজের গোড়ায় হঠাৎ করে বেক্র করে। এসময় গাড়িতে থাকা আকাশ শিকদার চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি এসএসবি ইট ভাটার মালিকানাধীন ট্রাকের হেলপার ছিলেন।
নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিট ইনচার্জ পংকজ কুমার জানান, এ ঘটনায় ট্রাক নিয়ে পালিয়ে যান ড্রাইভার। আকাশ শিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বোরহান উদ্দিন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ