ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

জামিন পেলেন বিএনপি নেতা চাঁদ

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৬:৫১

রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে মানহানির মামলায় অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন নাটোরে আদালত। ১৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করা হয়। তারপর বিচারক মো. রওশন আলম আসামি আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান, ২০২৩ সালের ২৪ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বাদী পক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর তর্ক শেষে ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১৯ মে বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন।

২১ মে রাতে আবু সাঈদ চাঁদকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। এরপর নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে ২৪ মে রাতে নাটোর সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ