মৌলভীবাজারের নবীগঞ্জে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (৬০) ও মুরচান বিবি (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে সিএনজি চালিত অটোরিকশা সহ থানায় নিয়ে যায়। এসময় স্থানীয়রা ট্রাকের পিছু নিয়ে জালালপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএনজি চালকের কোনো খবর পাওয়া যায় নি।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ