নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (৩ মার্চ) সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএ) সুলতান মৃধা।
রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা জানান, রেলপথ ঘেঁষে দোকানপাট বসানো সম্পূর্ণ অবৈধ। কিন্তু রেলপথের দুই পাশে গড়ে উঠেছে নানান স্থাপনা। এতে ট্রেনের সিগন্যাল দিতে ও দেখতে অসুবিধা হচ্ছিল। আবার ট্রেন চলাচলে ঝুঁকিও বাড়ছে। তাই রোববার রেলওয়ে স্টেশন এলাকা থেকে শহরের ফল মার্কেট পর্যন্ত রেললাইনের দুধারে প্রায় তিন শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।
এদিকে রেল লাইনের দুধারে কতিপয় অসাধু ব্যক্তির ছত্রছায়ায় স্থায়ী ও অস্থায়ী কয়েক শতাধিক দোকান ঘর গড়ে ওঠেছে। রেললাইন ঘেঁষে কোনো কোনো ব্যবসায়ী নির্মাণ করেছেন পাকা স্থাপনাও। এ সকল অবৈধ কাঠামোর কারণে সারাক্ষণ রেললাইনের দুই ধারে লোকজনের ভিড় জমায়। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ইতোপূর্বে ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাই ট্রেন চলাচলে দুর্ঘটনা এড়াতে অবৈধ দোকান উচ্ছেদ করছেন কর্তৃপক্ষ। এ অভিযানকালে রেলওয়ে পুলিশ, আরএনবিকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ