নীলফামারীতে পৃথক দুটি স্থানে মিতালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনিছা বেগম (৫৫) ও সৌরভ রায় (২০) নামে দুজন নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার দক্ষিণ চওড়া ও সংগলশীর সূর্বণখুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনিছা বেগম চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া (গাঠাংটারী) এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী ও সৌরভ রায় সূর্বণখুলি এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ১২টার দিকে আনিছা বেগম রেল লাইন থেকে খড়ি আনতে গেলে মিতালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি চোখে কম দেখতেন এবং কানেও কম শুনতেন।
অপরদিকে সূবর্ণখুলি এলাকায় মানসিক ভারসাম্যহীন ও শ্রবণ প্রতিবন্ধী সৌরভ রায়ের মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নূরুল ইসলাম বলেন, পৃথক দুটি স্থানে মিতালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ