ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন ইউএনও

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৫:১৫ | আপডেট: ০৩ মার্চ ২০২৪, ১৫:২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চিকিৎসা সেবা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম।

ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো- অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ইউনিট-২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

রবিবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান অভিযান চালিয়ে এসব ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান সোহান ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ইউনিট-২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায়, তাদের চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে অভিযানের খবর জানতে পেরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকরা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ