ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৫:১৩

নাটোরের বাগাতিপাড়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আরজেদ আলী (৫০) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মার্চ) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজেদ আলী একই ইউনিয়নের হাঁপানিয়া এলাকার মোল্লা পড়ার মৃত শুকুর প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, আরজেদ আলী সকালে বাইসাইকেলযোগে গাছ কাটার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে পুঠিয়া-আড়ানী সড়কের ফুলতলা এলাকায় আড়ানীগামী একটি বাসের ধাক্কায় সাইকেলসহ ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ