গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে একটি বস্তাবন্দি চুল সদৃশ্য দেখতে পায় এলাকাবাসী। এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়েই ওই বস্তা ঘিরে ভিড় জমান বহু মানুষ। পথ চলতি উৎসাহী জনতাও ভিড় করেন ঘটনাস্থলে। বস্তার ভেতরে কার মরদেহ? চলতে থাকে এমন জল্পনাও!
আদৌ কোনো মানুষের মরদেহ, নাকি অন্যকিছু? বস্তাটি না খোলা পর্যন্ত তার রহস্য জিইয়ে থাকে। চুল সদৃশ্য বস্তু সমেত ওই বস্তার খবর পেয়ে তৎপর হয় পুলিশ। এক পর্যায়ে ওই বস্তা থেকে কোনো মরদেহ নয়, বিশ কেজি ‘চুল’ উদ্ধার করে পুলিশ।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সকালে এক রিকশাচালক মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, বস্তার মুখ সুতা দিয়ে বাঁধা ও ভেতর থেকে চুল সদৃশ্য বস্তু দেখা যাচ্ছে। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ। বস্তা খুলে তার মধ্যে একটি চুল বিক্রির ভাউচারসহ বিশ কেজি পরিমাণ চুল উদ্ধার করে পুলিশ। পরে এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলী জানান, বস্তাবন্দি লাশের খবর শুনে ঘটনাস্থলে যাওয়া হয়। তারপর গিয়ে দেখি লাশ নয়, এক বস্তা চুল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নয়, চুল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ