ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১১:৩২ | আপডেট: ০৩ মার্চ ২০২৪, ২০:০২

ময়মনসিংহের গৌরীপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২ মার্চ) বিকেলে ও রোববার (৩ মার্চ) উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌর শহরের মধ্যবাজার মহল্লার অঞ্জনা রানী (৪৪), মধ্য ভালুকা মহল্লার মো. আরিয়ান (৪), বেকারকান্দা গ্রামের মো. সিয়াম (৩), ঘোষপাড়া মহল্লার মো. সাইম (৮), কৃষ্ণ (৩), সরকার পাড়া মহল্লার অরণ্য সরকার (৭), মো. রফিক (৬), শিমুল (৬) ও জায়ান (৫)।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারজানা বিনতে মজিদ বলেন, কুকুরের কামড়ে আহত নারী ও শিশুসহ ৯ জন হাসপাতালে এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভ্যাকসিনের জন্য ময়মনসিংহের সূর্য কান্ত হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ