ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুনামগঞ্জে ধর্মঘট, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২

সুনামগঞ্জ- ঢাকা সড়কে চলাচলকারী দূরপাল্লার বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। তবে আন্তজেলা বাস পরিবহন সেবা চালু থাকলেও দূরপাল্লার বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের সাথে থাকা রাজধানী ঢাকাসহ ৮ জেলার যাত্রীরা। সেক্ষেত্রে ভেঙে ভেঙে নিজের গন্তব্যে যাচ্ছেন তারা।

ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা জহির রহমান বলেন, আমরা জানিনা এই ধর্মঘটের কথা, রাতে হাওরে ছিলাম সকালে যখন কাউন্টারে আসলাম দেখি তালা দেওয়া। পরে এখানে একজনকে জিজ্ঞেস করলে জানতে পারি বাস ধর্মঘট, তাই এখন আমরা সিলেটে যাব এবং সিলেট থেকে ঢাকা যাব।

ব্যাবসায়ী শামসুল আলম রাজু বলেন, আমি ব্যবসার কাজে ঢাকা যেতে চেয়ে ছিলাম। আমি পাইকারি মালামাল ঢাকা থেকে এনে বিক্রি করি। মাল শেষ হয়ে গেছে, কবে যে ধর্মঘট খুলবে তার কোনও ঠিক ঠিকানা নাই। এর আগে করোনার সয়ম গাড়ি চলাচল না করায় অনেক ক্ষতি হয়েছে আমার। এখন যদি ধর্মঘট না খুলে তাহলে তো আরও ক্ষতির সম্মুখীন হব।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, বাইপাস সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের ধর্মঘট চলবে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তারাও বলেছেন বিষয়টি নিয়ে তারা আলোচনায় বসবেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ‘দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ