ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ওরশের নামে অসামাজিক কার্যকলাপ, এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ২০:৩৭

ময়মনসিংহের নান্দাইলে ওরশের নামে চলা অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী।

শনিবার (২ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল প্রেসক্লাব (চৌরাস্তার) সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের পংকরহাটি (ধনারামা) গ্রামের শাহজাহানের বাড়িতে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ, শিরক, বিদআত মদ-জুয়া, গাজাসহ বিভিন্ন ধরনের মাদকের আড্ডা হয়। এসব অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাদক-জুয়ার বিরুদ্ধে প্লাকার্ড হাতে জড়ো হন। এসময় যুব সমাজকে বাচান, অশ্লীলতা পরিহার করি, মাদক জুয়া বন্ধ করি, যুব সমাজকে রক্ষা করি- এসব শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা মো. নুরুল আলম, মাজার প্রতিরোধ কমিটির সভাপতি মো. শামসুল আলম শমসের আকন্দ, গাংগাইল ইউনিয়ন যুবলীগ নেতা চঞ্চল মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শাহজাহানের বাড়িতে অবস্থিত মাজারের উদ্যোগে পংকরহাটি (ধনারামা) গ্রামের ওই ওরশ বন্ধের দাবি জানান।

মানববন্ধনে আগামী ৮, ৯ ও ১০ মার্চ পংকরহাটি (ধনারামা) এলাকায় ওরশের প্রতিবাদে উত্তরপাড়া জামে মসজিদ ও মাদরাসা মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন মাজার প্রতিরোধ কমিটির সভাপতি মো. শামসুল আলম শমসের আকন্দ।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ওরশের পক্ষ-বিপক্ষের দুটি পক্ষকেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সন্ধ্যায় ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ