ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ভবঘুরে বানরটি এখন হাটশিরাবাসীরই একজন

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৯:৪৭

ময়মনসিংহের নান্দাইলে ৫ মাস ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। বীরবেতাগৈর ইউনিয়নের স্থানীয় হাটশিরা বাজারে হঠাৎ করে বানরটি আসে। টিনের চাল, গাছের ডালে দাপিয়ে বেড়ানো বানরটিকে দেখতে উৎসুক মানুষ ভিড় করছে। বাজার ছেড়ে মাঝে মাঝে চলে যাচ্ছে লোকালয়েও। বানরটি কোথা থেকে এসেছে, তা জানেনা কেউ।

শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার স্থানীয় হাটশিরা বাজারে গিয়ে দেখা যায়, বানরটি গাছের ডালে বসে রুটি খাচ্ছে। আবার খাবারের লোভে নিচে নেমে আসছে। উৎসুক মানুষ বানরটিকে বিস্কুট ও রুটি কিনে দিচ্ছে। অনেকেই বনারটি দেখতে ভিড় করছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, বানরটি গত বছরের নভেম্বর মাসে বাজারে প্রবেশ করে। লোকজন বাজারের পাশে একটি সেগুন বাগানে তাকে দেখতে পান।

ব্যবসায়ী খোকা ও নাঈম জানান, বানরটিকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। অনেক শুকিয়ে গেছে বানরটি। সে খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসার চেষ্টা করে। কিন্তু মানুষের ভিড় দেখে আবার ভীত হয়ে দোকানের চালে, গাছের ডালে উঠে আশ্রয় নেয়।

স্কুল পড়ুয়া দুই ছাত্র রাফি ও ইমরান বলেন, আমরা টিভিতে চিড়িয়াখানায় বানর দেখেছি। বানরের খেলা দেখেছি। বাস্তবে বানরের এমন লাফালাফি দেখি নাই। খুব ভালো লাগছে।

বাজারের সভাপতি হেলাল উদ্দিন ভুঁইয়া বলেন, বাজারে আসা বানরটিকে কেউ কেউ দূর থেকে কলাসহ বিভিন্ন ফল ও শুকনো খাবার দেন। ভয় ও আতঙ্কের মধ্যেও বানরটি ক্ষুধা নিবারণে এসব খাবার খাচ্ছে। তবে এখন পর্যন্ত বানরটি কারো ক্ষতি করেনি।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন বলেন, বানরটি বাজারে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। সে কারো ক্ষতি করেনি। কোথায় থেকে এসেছে তা কেউ বলতে পারেনা। ভবঘুরে বানরটি ক্ষেপে গেলে মানুষের ক্ষতি করতে পারে। তাই জরুরি ভিত্তিতে তাকে উদ্ধার করা প্রয়োজন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ