ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর-গুলিবর্ষণ, আহত ১০

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৯:১২ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১৯:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনি বিরোধের জেরে ১২ জনের বাড়িতে হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা সেখানে ব্যাপক লুটপাট ও ১০ জনকে পিটিয়ে জখম করে।

শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপক্ষ প্রার্থীকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে খৈশার এলাকার এসটি সাত্তার ও কলিঙ্গা এলাকার ইব্রাহিম এবং তাদের লোকজন প্রতিনিয়ত কলিঙ্গা এলাকায় গ্রামবাসীদের উপর অব্যাহতভাবে হামলা করে যাচ্ছে। নির্বাচনে পরাজিত প্রার্থীর পক্ষে কাজ করায় সাত্তারের লোকজন সে এলাকার যুবলীগ নেতা তৌহিদসহ তার আত্মীয় স্বজনদের উপর এই হামলার ঘটনা ঘটাচ্ছে। ধারাবাহিক হামলার জেরে শনিবার দুপুরে সাত্তার, ইব্রাহিমসহ ৮০/৯০ জন দেশীয় ধারালো অস্ত্র, পিস্তলসহ তৌহিদ মিয়াসহ ১২ জনের বাড়িঘরে ব্যাপক হামলা ভাঙচুর চালায়। এ সময় ভুক্তভোগীরা সরকারি পরিষেবা ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসার পরও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে তৌহিদের ভাই মোশরাফকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় অনন্যা, রিনা, খোরশেদ ও রাশিদাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপন চন্দ্র সাহা বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ