ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মাগুরা মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে সাকিব 

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৯:০৬

মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।

শনিবার (২ মার্চ) দুপুরে মাগুরা-নড়াইল মহাসড়ক সংলগ্ন শহরতলীর পারলা-গোয়ালখালী মৌজায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ২৫ একর জমি সরেজমিনে পদির্শন করেন সাকিব।

ইতোমধ্যে, প্রকল্প এলাকায় বিদ্যুতের পৃথক দুটি লাইন স্থাপন সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি দ্রæততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের বিষয়ে এলাকাবাসীকে আশ্বাস দেন।

মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের ২৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, ২০১৯ সালে প্রথম মাগুরা সরকারি মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। এরই ধারাবাহিকতায় গত মাসে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ভর্তি হয়েছে। বর্তমানে মেডিকেল কলেজের শিক্ষার্থীর সংখ্যা তিনশত। স্থায়ী ক্যাম্পাস ও ভবনের অভাবে দীর্ঘ ৬ বছর ধরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পুরাতন ভবনের কয়েকটি কক্ষে পাঠদান কার্যক্রম চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না থাকায় তাদের বাইরে ভাড়া ভবনে থাকতে হচ্ছে।

ইতোমধ্যে, গত ২০২২ সালের ২৮ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উক্ত প্রকল্পের ২৫ একর জমি অধিগ্রহনের জন্য ৫৪ কোটি ৭৫ হাজার তিনশত টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। দুই বছর পার হলেও একনেকে অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ