ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

আম গাছে ঝুলছিল যুবকের মরদেহ

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৭:২৯

জামালপুরের পৌর এলাকায় আম গাছে ঝুলন্ত তানভীর ওরফে তানজিল (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) সকালে লাঙ্গলজোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানভীর একই এলাকার রেজাউল করিমের ছেলে। রেজাউল করিমের বাড়ি মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামে হলেও বিয়ের পর থেকেই লাঙ্গলজোড়া শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

জানা যায়, রাত ১২টার দিকে বাড়ির বাইরে গিয়ে আর ঘরে ফেরেনি তানভীর। এরপর খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায় নি। শনিবার সকাল ৭টার দিকে তার মা বাড়ির পূর্ব দিকে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মায়ের চিৎকারে এলাকাবাসী পুলিশে খবর দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আরও জানা যায়, তানভীর জামালপুর জেলা স্কুল থেকে ২০১৫ সালে এসএসসি পাস করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল কলেজে ইলেক্ট্রো মেডিকেল ট্রেডে ভর্তি হয়। দুই বছর পর পড়াশোনা বাদ দিয়ে বাড়ি চলে আসে। এরপর টাঙ্গাইলের মাধবপুর এলাকায় এক ঠিকাদারের তত্ত্বাবধানে কিছুদিন কাজ করেছে বলে তার পরিবার জানায়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ