কুড়িগ্রামের উলিপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মোস্তফাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মার্চ) ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোস্তফা উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের নুর ইসলাম মগার ছেলে।
পুলিশ জানায়, গত ২০২১ সালে মাদকসহ গ্রেপ্তার হন গোলাম মোস্তফা। সেই মামলায় ২০২৩ সালের ২৩ নভেম্বর আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই পলাতক ছিলেন গোলাম মোস্তফা। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় উলিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ