লালমনিরহাটের আদিতমারীতে মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সোলাইমান আলী (৭০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
শুক্রবার (১ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
সোলাইমান আদিতমারী এলাকার বাসিন্দা। স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের সাবেক ইমাম।
জানা যায়, আদিতমারী বুড়ির বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে আসেন সোলাইমান আলী। অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ