ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কালিয়াকৈরে ৬ দোকান পুড়ে ছাই

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৩:৩০ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১৪:০৪

গাজীপুরের কালিয়াকৈরে একটি টিনসেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় হাজী হাকিম আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া দেখেতে পান পথচারী ও স্থানীয় লোকজন। মুহূর্তেই আগুন মার্কেটের ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের দেওয়া খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ