ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

তিন রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৩:১৮

নীলফামারীর জলঢাকায় তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) রাতে নগর মীরগঞ্জ আদর্শ গুচ্ছগ্রাম থেকে পলিথিনে মোড়ানো রিভলবারসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মীরগঞ্জ ইউনিয়নের নগর মীরগঞ্জ আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম কেরুর ইউক্লিলপটাশ বাগানের ড্রেনে পলিথিন মোড়ানো একটি পরিত্যক্ত প্যাকেট পাওয়া যায়। প্যাকেট থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ অস্ত্রের মালিককে খুঁজতে চিরুনি তল্লাশি চলছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ