এবার রাজধানীর ওয়ারীতে পেশওয়ারেইন নামের একটি রেস্টুরেন্টের রান্নাঘরে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (১ মার্চ) রাত ১০টার পর ওই রেস্টুরেন্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার পর সূত্রাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটে ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। খবর পেয়ে ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের চেষ্টায় ১৬ মিনিটের মাথায় এক্সটিংগুইশার ব্যবহার করে রেস্টুরেন্টের আগুন নেভানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কোটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪৬ জন নিহত হন এবং দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১২ জন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ