সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১ মার্চ) জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ওই ব্যবসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যবসায়ী হলেন- হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে শংকর রায় (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর সদরের নদীর পাড় এলাকা থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়। সেই ট্রাকে ২৫ বস্তায় এক হাজার কেজি পেঁয়াজ ছিল।
তিনি বলেন, এ ঘটনায় পেঁয়াজের মালিক শংকরকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজারে ভূষিমালের ব্যবসার আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে। এরআগে তাকে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ