ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধলেশ্বরী নদী থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২৪, ২২:৩৬

মুন্সিগঞ্জের মুক্তারপুরের ধলেশ্বরী নদীতে থেকে ভাসমান অবস্থায় মোহাম্মদ কামাল হোসেন (৪৫) নামের এক কাস্টমস কর্মকর্তা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ কামাল হোসেন ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না, চেহারাও ছিলো স্পষ্ট বলে জানান তিনি।

এব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহটি কাস্টমস কর্মকর্তা বোয়ালমারীর কামাল হোসেনের বলে শনাক্ত করা হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ