ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় জিসান (২২) ও মোমিনুর রহমান (২৫) নামের দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার সস্তার বাজার ও যাদবপুরের গয়েশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের সস্তার বাজারে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে জিসান নিহত হয়। তিনি যুগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
অপর দিকে দুপুর ১২টার দিকে মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর মাঠের মধ্যে মোটরসাইকেল ও বাঁশ বোঝায় একটি ভ্যানের সঙ্গে সংর্ঘষে মোমিনুর রহমান নিহত হয়। যাদবপুর ইউনিয়নের বড়বাড়ী গ্রামের জবিউল্লার ছেলে তিনি।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মাত্র এক ঘণ্টার ব্যবধানের মহেশপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ