ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২৪, ১৯:২৫

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কয়েক দফা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা মহাসড়কে কাঠে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

শুক্রবার (১মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ করেন। পরে প্রায় ১ ঘণ্টা পর বেলা পৌনে তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তালহা স্পিনিং মিলের আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের প্রতিমাসে ২০ তারিখে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। আমরা বারবারই প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না।

এছাড়াও গার্মেন্টস্ শ্রমিকদের বেসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও আমরা যারা টেক্সটাইল শ্রমিক হিসেবে আছি তাদের বেসিক বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। আমরা এসব বিষয় কারখানা কর্তৃপক্ষের নজরে আনলেও তারা আশ্বাস দিয়েই যাচ্ছেন।

শ্রমিক মেহেদী হাসান, অনুপম ও রাব্বি জানান, আমরা এখানে রুম ভাড়া নিয়ে থাকি, পুরো মাসে মুদি দোকান থেকে বাকীতে দৈনন্দিন পণ্য কিনি, তা বেতন পেয়ে বিল পরিশোধ করি। কারখানা থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন না দিলে আমরা ঘর ভাড়া, দোকান বাকী পরিশোধ করতে পারি না। এনিয়ে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়। আমাদের এই দুর্ভোগের কথা কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা তা সমাধানে কোন উদ্যোগ নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মিনহাজ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পৌনে তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার ভেতরে শ্রমিকদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। দ্রতই শ্রমিকদের সমস্যা মিটে যাবে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ