ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২৪, ১৪:১৪ | আপডেট: ০১ মার্চ ২০২৪, ১৫:১১

নীলফামারীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে হাফেজ মো. নাহিদুল ইসলাম নাহিদ (২২) সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের মৃত- তফিরত আলী শাহ ফকিরের ছেলে শাহাদাত ফকির (৪৫) ও একই গ্রামের মৃত-নফসীর আলীর ছেলে শফিয়ার রহমান (৬৫)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৬ ফেব্রুয়ারি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামে একটি ওয়াক্তিয়া নামাজ ঘরে নামাজসহ ছেলে-মেয়েদের আরবি পড়াতেন ধর্ষণে অভিযুক্ত হাফেজ মো. নাহিদুল ইসলাম নাহিদ।

সেখানে তার খাওয়ার সুবিধার্থে স্থানীয়রা পর্যায়ক্রমে তাকে খাওয়াতেন। ঘটনার দিন দুপুরে তাকে খাবার দিতে যান ৮ বছরের শিশুটি। তাকে ফুসলিয়ে এবং বিভিন্ন ভয়ভিতি দেখিয়ে নিজ শোয়ার ঘরে জোরপূর্বক ধর্ষণ করেন নাহিদ। ঘটনার ধামাচাপা দিতে নানাভাবে পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন ধর্ষক। তবে, ওই পরিবারের দাবি, এ ধরণের কাজ এর আগেও সে করেছে।

ভুক্তভোগী ওই তৃতীয় শ্রেণির ছাত্রী পড়াশোনার পাশাপাশি ওয়াক্তিয়া নামাজ ঘর সংলগ্ন মক্তবে আরবি পড়তেন।

ভুক্তভোগীর মামি জানান, আমার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে ভাগনিটি। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে এমন ঘটনা ঘটলে আমরা জানতে পারি সন্ধ্যার সময়। পরে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখে কয়েকজন। ভাগনিটির অবস্থা বেগতিক হলে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম জানান, আট বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ