ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা আড়াই লাখ

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা ভেঙে দিলেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে আর্থিক জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলার দরবাড়িয়া এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দরবাড়িয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এনবিএম, এসবি স্টার ও জেআরবি ইট ভাটাগুলোর চিমনি ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় জেআরবি ইট ভাটা মালিককে এক লাখ ৫০ হাজার এবং এসবি স্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন ভুঁইয়া, সহকারী পরিচালক মইনুল হক, সহকারী পরিচালক মমিন ভুঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, কালিয়াকৈর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ