ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মেলান্দহে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল আরোহী মাখন মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী মুখলেস মিয়া (২২)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ভাবকি-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের ছবিলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুদ রানা।

নিহত মাখন মিয়া ঘোষেরপাড়া ইউনিয়নের পূর্ব ছবিলাপুর গ্রামের রমজান আলীর ছেলে। আহত মুখলেস মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই এলাকার কালু মিয়ার ছেলে। নিহত মাখন পেশায় রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাখন ও মুখলেস বেলতৈল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ভাবকি-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের ছবিলাপুর আলতাফের বাড়ির পাশে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাখন মিয়া চিকিৎসাধীন মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তবে পরিবারে কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ