ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. ফুলচাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এরআগে, একই দিন সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলচাঁন মিয়া (৫৫) সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের ফ্রান্স প্রবাসীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী। ফুলচান মিয়া ফ্রান্স প্রবাসীর প্রতিবেশী এবং পাশাপাশি বাসার স্থানীয় বাসিন্দা। সেই সুবাদে পারিবারিক প্রয়োজনে প্রায়ই ওই তরুণী ফুলচাঁন মিয়ার বাসায় যাওয়া আসা করত। ফ্রান্স প্রবাসীর ভাই দেশে ছুটিতে আসার সুবাদে প্রতিবেশীদের প্রত্যেকের ঘরে ঘরে চকলেট বিতরণ করেন। চকলেট নিয়ে ওই তরুণী গত ৮ জানুয়ারি ফুলচাঁন মিয়ার বাসায় গেলে কোনো লোক না থাকায় জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় তরুণীর দাদা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ