ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বেলকুচিতে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি থানাধীন আমবাড়ীয়া নামক স্থানে সয়দাবাদ-এনায়েতপুর রোডে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আহত সিএনজিচালক মো. রাজু শেখ সিরাজগঞ্জ সদর থানার পোড়াবাড়ি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। অন্যদিকে সিএনজির যাত্রী নিহত বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এবং সিএনজি বেলকুচি থানা হেফাজতে আছে। রাস্তায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারিক জানান, বেলকুচি থানাধীন রাজাপুর ইউনিয়নে বেলকুচি-সিরাজগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে আমবাড়িয়া নামক স্থানে সকাল অনুমান ৭টায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন অজ্ঞাতনামা (৬৫) বৃদ্ধ মানুষ মারা গিয়েছে। মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনের কার্যক্রম প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ