কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি ও ছিনতাই প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামের নেতৃত্বে অফিসার ও পুলিশ ফোর্স বুধবার রাতে শহরের পৌর কবরস্থানের পেছন থেকে চারজন এবং জগন্নাথপুর এলাকা থেকে আরিফ নামে এক ছিনতাইকারীকে আটক করে।
আটকরা হলেন- পৌর শহরের ভৈরবপুর গ্রামের মো. জীবন মিয়া, উপজেলার শম্ভুপুর গ্রামের লিটন ওরফে মো. আলী, ইটনা উপজেলার মো. সোহেল ও রায়পুরা উপজেলার আবুল কালাম।
এছাড়াও আসিফ নামে এক মাদক কারবারিকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটকদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আসামিদের দুপুরে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ