বগুড়ার আদমদীঘিতে মাতাল অবস্থায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের নামে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর লোকু পশ্চিম কলোনীর শফিকুল ইসলামের ছেলে হোসেন (২২), নসরতপুর ইউপির থলপাড়া গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে রমজান আলী (২৪) ও সান্তাহার পৌর শহরের চা বাগান কলোনীর মৃত আসাদুজ্জামানের ছেলে মনিরুজ্জামান ওরফে অভি (৩২)।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর লোকু পশ্চিম কলোনী গ্রাম থেকে শফিকুলকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে নসরতপুর কলেজ পাড়া থেকে বার্মিজ চাকুসহ রমজান আলীকে গ্রেপ্তার করেছে উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। অন্যদিকে ওই দিন রাতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ডহরপুর থেকে মাতাল অবস্থায় মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল মৃধা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ