কিশোরগঞ্জের হোসেনপুরে এক শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে হাসান (১৮) নামে এক বখাটের বিচার ও শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- স্কুলের ইংরেজি শিক্ষক মাহমুদুল হাসান, সামাজিক বিজ্ঞানের শিক্ষিকা আম্বিয়া খাতুন, কম্পিউটার শিক্ষক জুনায়েদ আকন্দ এবং শিক্ষার্থী জনি মিয়া, বন্যা আক্তার ও সামিয়া আক্তার।
জানা যায়, বুধবার (২৮ ফেব্রয়ারি) দুপুর ১২টার দিকে ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বখাটে হাসান স্কুলের ২য় তলায় গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক এটিএম আব্দুল হক প্রতিবাদ করেন। এসময় শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নিয়ে তার ওপর চড়াও হয় বখাটে হাসান। ওই ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ