বিশ্বের উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক পিছিয়ে বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এখন কাজের সময়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি। আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমাদের প্রজন্মকে বিশ্বের সবদেশের মানুষের মতো তৈরি করতে কাজ করছি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ পরিচালনা কমিটির উদ্যাগে কলেজ এমপিওভুক্ত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, একটি গোষ্ঠী আছে দেশকে ভালোবাসে না, মাতৃভাষার চেয়ে অন্য ভাষাকে পছন্দ করে। স্বাধীনতা সংগ্রামেও তারা দেশের বিরুদ্ধে ছিল, এখনো দেশের উন্নয়ন অগ্রগতির বিরোধিতা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শাম্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানবিকতা লালন করে সাম্প্রদায়িকতা মুক্ত থাকতে হবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, কলেজ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, কলেজ অধ্যক্ষ জিয়াউর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, শিক্ষার্থী আকলিমা আক্তার প্রমুখ।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ