ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় ফিরোজ আলী ওরফে রবিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভেড়ামারা-পাবনা মহাসড়কের ভিলকির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন ভেড়ামারা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকার রমজান আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিকে ভেকুচালক হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।

জানা গেছে, ভেড়ামারা-পাবনা মহাসড়কের ভিলকির পুল নামক স্থানে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় রবিন মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থল থেকে রবিনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ