জামালপুরের বকশিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া যায়। সেইদিন রাত সাড় ১১ দিকেই প্রেস বিজ্ঞপ্তিটি মিডিয়া কর্মীদের হাতে পৌঁছায়।
জানা যায়, দলীয় সিদ্ধান্ত অপেক্ষা করে বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র স্বতন্ত্র প্রার্থী হয়ে (নারিকেল গাছ) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী ও দলীয় শৃঙ্খলার ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ বলে জানা যায়।
এব্যাপারে রাতেই বহিষ্কৃত বকশিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিনের মোবাইলে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ