ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আলোচিত ৩১ মামলার আসামি ফরিদ-মাসুদ গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৮

ফরিদপুরের সালথায় আলোচিত ডাকাত মো. ফরিদ কাজী (৫০) ও মো. মাসুদ খানকে (৩৫) গ্রেপ্তার করেছেন পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান।

গ্রেপ্তার ডাকাত ফরিদ কাজী সালথার বল্লভদী ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত মন্টু কাজীর ছেলে ও মাসুদ খান পাশের ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, ফরিদ ও মাসুদ এলাকার আলোচিত ডাকাত। তারা বিভিন্ন এলাকায় নানা ধরণের অপরাধ ও অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, গরু চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের মোট ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদ ১৪টি ও মাসুদ ১৭টি মামলার আসামি।

ফরিদ ও মাসুদ দীর্ঘদিন পলাতক ছিলেন জানিয়ে ফায়েজুর রহমান বলেন, কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ