ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৪৮৭ পিস বিক্রয় নিষিদ্ধ নেশার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মাঝেরপাড়া রাস্তার উপর এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিরীন আক্তার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলার মুক্তারপুর মাঝেরপাড়া রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একই উপজেলার চাকুলিয়া পশ্চিমপাড়ার আব্দুল জলিলের ছেলে হাফিজুল রহমান (৩৫) ও মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৫০) মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের দাঁড় করিয়ে তল্লাশি করে। একপর্যায়ে তাদের মোটরসাইকেলের সিটে বসা অবস্থায় ৩০০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়।

এর আগে একইস্থানে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে চাকুলিয়া মাঠপাড়ার রমজান আলীর ছেলে মাহবুর রহমানকে (৩২) ১৮৭ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়

এবিষয়ে উপ-পরিদর্শক আকবর হোসেন মামলার বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ