ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

জামাইয়ের টাকা তুলতে গিয়ে চলন্ত ট্রেনে শ্বশুরের মৃত্যু

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে হৃদক্রিয়া বন্ধ হয়ে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় চাটমোহর স্টেশনের মাঝামাঝি স্থানে তার মৃত্যু হয়।

আব্দুস সালাম বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বাসিন্দা।

মৃত আব্দুস সালামের ভাতিজি জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী জানান, তার একমাত্র মেয়ের জামাই সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ৪-৫ মাস আগে মারা গেছেন। সেই মেয়েকে নিয়ে দাবিকৃত টাকা তোলার জন্য ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টায় মরদেহ বোচাগঞ্জে নেওয়া হয়। এ সময় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর ভারপ্রাপ্ত স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারেনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ