ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো দিহান

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়িতে মায়ের মরদেহ রেখে দাখিল পরীক্ষায় অংশ নেন দিহান আলম নামের এক মাদরাসা শিক্ষার্থী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গফরগাঁও পৌর এলাকার জে এম কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেন এই শিক্ষার্থী। আজ হাদিস বিষয়ের পরীক্ষা ছিল।

জে এম কামিল মাদরাসার অধ্যক্ষ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিহান আলম উপজেলার মুখীশাহ মিসকিন দাখিল মাদরাসার ছাত্র ও মশাখালী ইউনিয়ন বেলাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় দিহান আলমের মা খাদিজা বেগম মারা যান। আজ বুধবার আছরের নামাজের পর তার মায়ের জানাজার সময় নির্ধারণ করেন স্বজনেরা। পরে সে পরীক্ষা দিতে কেন্দ্রে যান।

এসময় শিক্ষক ও সহপাঠীরা তাকে মানসিকভাবে সান্ত্বনা দিলে তিনি পরীক্ষায় অংশ নেন। তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরে মায়ের জানাজায় অংশ নেন দিহান আলম।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ