লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদরের জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস এর কর্মীরা। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে জকসিন পূর্ব বাজারের খোকন স্টোরে আগুন লাগে। এ সময় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে আশেপাশের অন্যান্য দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।
পরে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগেই মায়ের দোয়া ওয়ার্কশপ, আরাফাত রেন্ট এ কার, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা বলছেন, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে যাওয়ায় ক্ষতি বেশি হয়েছে।
ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
সড়কে জ্যাম থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ