কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল, অস্ত্র-গুলি এবং টাকাসহ শেফালী খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) কুষ্টিয়া ক্যাম্প।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে আবুল হাশেম জানান, মঙ্গলবার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাকে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে শেফালী খাতুনের হেফাজতে থাকা এক হাজার ৯৩৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি হাঁসুয়া, একটি মোবাইল এবং মাদক বিক্রির ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তারা পারিবারিকভাবে মাদক কারবারে সম্পৃক্ত। আসামি আরও জানায়, তারা মাদক কারবারের কাজে এই আগ্নেয়াস্ত্র বা দেশি অস্ত্র ব্যবহার করতেন।
কোম্পানি কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব বেশকিছু তথ্য পেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুষ্টিয়া, রাজশাহীর বাঘা অঞ্চল, পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকাতে তারা এই সিন্ডিকেট পরিচালনা করছেন।
আটক আসামির নামে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ