জামালপুরের দেওয়ানগঞ্জে কাগজের কার্টনে প্যাকেট করা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের পাশে কালিকাপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে সকাল ৭টার দিকে কে বা কারা রাস্তার পাশে কার্টনটি ফেলে যায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ কার্টনটি খুলে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়।
নবজাতকের বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস হতে পারে জানিয়ে ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ