চট্টগ্রামের সীতাকুণ্ডে অনিয়মের অভিযোগে দুইটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এই অভিযান পরিচালনা করেন।
অবৈধভাবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশক্রমে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালানা করা হয়।
এদিন উপজেলার ভাটিয়ারী এলাকায় লাইফ সেভার ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। আর একই এলাকায় হেলথ ভিউ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
এ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া গেছে অদক্ষ টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ ডাক্তারের প্যাড। অথচ ওই বিশেষজ্ঞ ডাক্তার প্যাড ব্যবহারের বিষয়ে জানতেন না বলে অভিযানে থাকা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন। এতে সাময়িকভাবে একটি সিলগালা অপর একটি জরিমানা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশক্রমে বিভিন্ন অনিয়মের কারণে দুইটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে সিলগালা ও জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, অদক্ষ টেকনিশায়ান ও বিশেষজ্ঞ ডাক্তারের প্যাড ব্যবহার করছিল ডায়াগনেস্টিক সেন্টারের মালিকরা। বিশেষজ্ঞ ডাক্তারের অজ্ঞাতসারে তারা প্যাডগুলো ব্যবহার করছিল। যা সম্পূর্ণ অবৈধ। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ