ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রামগঞ্জে চলছে ফসলি জমির ‘টপ সয়েল’ কাটার মহোৎসব

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৭

কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফসলি জমির টপ সয়েল কাটায় যেন মহোৎসব চলছে। টপ সয়েলের মাটি বহনে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ দানবীয় ট্রলি।

এক শ্রেণির মাটি খেকো এসব মাটি চড়া দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। তাছাড়া ফসলি জমির এ টপ সয়েলের মাটিগুলো আশপাশের ইটভাটা ও বিভিন্ন ডোবানালা ভরাট করে ঘর বাড়ি তৈরি করতে সরবরাহ করা হচ্ছে নম্বর ও রেজিস্ট্রেশন বিহীন অবৈধ দানবীয় ট্রলি, হ্যান্ডট্রলি, পিকআপ ও ট্রাক দিয়ে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের কেথুড়ী এলাকায় কৃষি মাঠে চলছে টপ সয়েল কাটায় মহোৎসব। এভাবে একই ইউনিয়নের পূর্বভাদুর, রাজারামপুর ও সমেষপুর কৃষি মাঠে ফসলি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব।

এছাড়াও ২ নম্বর নোয়াগাঁও, ৫ নম্বর চন্ডিপুর, ৮ নম্বর করপাড়া, ৭ নম্বর দরবেশপুর, ৬ নম্বর লামচর ইউনিয়নসহ সমগ্র উপজেলাব্যাপী একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। ফসলি জমিগুলোর টপ সয়েল কাটার ফলে সেখানে দেখা দিয়েছে বিশাল বিশাল গর্ত। কোথাও কোথাও পুকুরে পরিণত হয়েছে। নির্বিচারে ফসলি জমি থেকে মাটি কাটার ফলে জমিগুলো উর্বরতা হারাচ্ছে। তেমনিভাবে চাষাবাদের অনুপযোগী হচ্ছে এসব কৃষি জমি।

ট্রলি দিয়ে মাটি বহন করায় প্রধান সড়কে চলাচলরত মানুষের জীবন দুর্বিসহ করে তুললেও যেন দেখার কেউ নেই। প্রচুর ধুলোবালির কারণে ওই সকল এলাকার সড়কে চলাচলরত মানুষ আসা যাওয়া করতে চরম কষ্ট পোহাতে হচ্ছেন বলে সরেজমিনে দেখা গেছে।

মাটিখেকোরা রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় মানছে না সরকারি বিধি নিষেধ। অভিযানের পর সাময়িক বন্ধ হলেও ফের চালু হয় টপ সয়েল কাটা। এ অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ ব্যাপারে ভাদুর ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন জানান, চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার এলাকায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। এখন তিনি ঢাকায় আছেন। ঢাকা থেকে এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সারমিন ইসলাম জানান, এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা অতীব জরুরি। খবর নিয়ে এ ব্যাপারে অতি দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও অতি সত্ত্বর যথাযথ পদক্ষেপ নেওয়ার জন‍্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ