নড়াইলের লোহাগড়ায় রফিকুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোটাখোল ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৭শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সুমন হাওলাদার জানান, আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ