ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। সে এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানায়, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিলো ভুট্টার পাতা আনতে। পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ নম্বর ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ১০ থেকে ১৫ গজ দূরে চলে যায়।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ